বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধি:-
“দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালী উপজেলা চত্তর থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সুকান্ত আবদুল্লাহ হলরুমের সামনে গিয়ে শেষ হয়। পরে শহীদ সুকান্ত আবদুল্লাহ হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস। সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলম বাবুল, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মনোরঞ্জল শীল, আবু কাওছার, মোঃ শাহজাহান, অফিস সহকারী মজিবর রহমান, হিসাব রক্ষক মেহেদী হাসান প্রমুখ। আলোচনা সভা শেষে কম্পিউটার মাসব্যাপী প্রশিক্ষন প্রাপ্ত ৭১ জন যুবক ও যুবতীদের মধ্যে সনদপত্র বিতরণ ও স্ব-স্ব কর্মেেত্র স্বনির্ভর হতে ৪০ হাজার টাকা করে ৭জনকে যুব ঋণের চেক বিতরণ করেন অতিথিরা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.