০৭ নভেম্বর ২০২৪, ১২:১০ অপরাহ্ন, ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
ক্রীড়া ডেক্স,, সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা নিয়ে ক্রিকেট প্রেমীরা ক্ষেপে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের উপর। এর মধ্যেই নতুন করে নাজমুল হাসান পাপনের ক্যাসিনো খেলার ভিডিও ভাইরাল হয়ে গেল। যা নিয়ে আলোচনা হচ্ছে সবখানেই।
ভিডিওতে দেখা গেছে, জাঁকজমকপূর্ণ কোনো একটি ক্যাসিনোতে বসে জুয়া খেলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এমন একটি ভিডিও ভাইরাল হওয়াকে বাংলাদেশের ক্রিকেটের জন্য অশনিসংকেত বলছেন বিশেষজ্ঞরা।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি অনেক আগের। এটি সিঙ্গাপুরের মেরিনা বে-ক্যাসিনো। সেখানে পাপন নিয়মিত যেতেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। তবে এ ব্যাপারে নাজমুল হাসান পাপনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।