১৫ Jul ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন, ১৯শে মহর্রম, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া জাতীয় যুব দিবস পালিত
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ঃ ‘ দক্ষ যুবক গড়েছে দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে তেঁতুলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস/১৯ পালিত হয়েছে। গতকাল সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে চৌরাস্তা বাজার প্রদক্ষিণ করে। পরে পরিষদ হলরুমে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার (ভার) মাসুদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন, সুপারভাইজার মোঃ নাজিফুল ইসলাম, শওকত আলী সহ বিভিন্ন ক্লাবের সভাপতি/সম্পাদকবৃন্দ। শেষে প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদফতরে প্রশিক্ষণ গ্রহণকারী বেকার যুবদের মাঝে ঋণের চেক ও সনদপত্র বিতরণ করেন। # ০১/১১/১৯