২৬ জানুয়ারী ২০২৫, ১০:৪১ অপরাহ্ন, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি, রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর মহিলা আ’লীগের ত্রি-বর্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ আবদুর রব সেরনিয়াবাত মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা মহিলা আ’লীগের সভানেত্রী বেগম মাহেরু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা রুবিনা আক্তার মিরা। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা মহিলা আ’লীগের সহ-সভানেত্রী শ্যামলী সাহা। প্রধান বক্তা ছিলেন, জেলা মহিলা আ’লীগের সাধারন সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, সহ-সভাপতি জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, পৌর আ’লীগের সভাপতি মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক কবির খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেন জেরিন। সম্মেলনে বিকাল চারটা থেকে উপজেলা ও পৌর মহিলা আ’লীগের পদ প্রত্যাশীদের সমর্থনে ৩ সহস্রধিক মহিলারা খন্ড খন্ড মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেয়।