মোবারক হোসেন, খাগড়াছড়ি:
লক্ষ্মীছড়ি তালিমূল কোরআন হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নে সম্ভব সাধ্যমত সহযোগতিা করা হবে আশ্বাস দিয়ে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: জাহাংগীর আলম,পিএসসি বলেন, লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী সকল সম্প্রদায়ের জন্য কাজ করছে। মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্যও কাজ করবে।
৩১ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা সদরে অবস্থিত লক্ষ্মীছড়ি তালিমূল কোরআন হাফেজিয়া মাদ্রাসার এক দোয়া মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নবাগত জোন কমান্ডার আরো বলেন, শিশুদের এই বয়সে ধর্মীয় রীতি-নীতি, কোরআন শিক্ষা দিয়ে মানুষ গড়তে পারলে সামজ ব্যবস্থা কখনো খারাপের দিকে যাবে না। সরকার মাদ্রাসা শিক্ষার প্রতি জোড় দিয়েছেন। তাই এ শিক্ষা আরো কিভাবে উন্নত করা যায় সেই পরামর্শ দেন জোন কমান্ডার লে: কর্ণেল মো: জাহাংগীর আলম।
দোয়া মাহফিলে সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, থানার অফিসার্স ইনচার্জ হুময়াূন কবির, সাবেক আওয়ামীলীগ সভাপতি আবুল হাসেম চৌধুরী, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ব্যাপারি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক মো. গোলাম মোস্তফা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.