২৩ এপ্রিল ২০২৫, ১২:০৭ অপরাহ্ন, ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, বুধবার, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
মোবারক হোসেন,খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি জোন সদরে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯অক্টোবর মঙ্গলবার লক্ষ্মীছড়ি জোন সদরে অনুষ্ঠিত মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভায় লক্ষীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: জাহাঙ্গির আলম পিএসসি সভাপতির বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, সন্ত্রাসী তৎপরতার কারণে পাহাড়ে উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্থ করতে দেয়া হবে না। এলাকার শান্তি স¤প্রীতি বজায় রেখে সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিতে সেনাবাহিনী কাজ করেছে যা আগামী দিনেও অব্যাহত থাকবে।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেম্রাচাই চৌধুরী বক্তব্য রাখেন।
এছাড়া মতবিনিময় সভায় ক্যাপ্টেন নাসির, ক্যাপ্টেন সুহাদসহ উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু চাকমা দিপান্তর, জনপ্রতিনিধি, শিক্ষক-সাংবাদিক, হেডম্যান-কার্বারী ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।