১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৭ অপরাহ্ন, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধি :
বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী মর্যদা) আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি বলেন দলের মধ্যে কোন হাইব্রিড নেতা-কর্মীদের স্থান হবে না।
দলকে সু-সংগঠনিত করতে সবার সহযোগীতা প্রয়োজন। তৃনমূল থেকে কেন্দ্র পর্যন্ত কোন সুবিধা ভোগী নেতা-কমীরা দলের কমিটিতে স্থান পাবে না। তৃনমূলের ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে কমিটি গঠন করতে হবে।
আজ বুধবার সকালে আগৈলঝাড়া উপজেলা সদরের ডাকবাংলার হলরুমে আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তবে এ কথা বলেন ।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এসএম হেমায়েত উদ্দিন,
সাংগঠনিক সম্পাদক বিপুল দাস, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, সদস্য মলিনা রানীয় রায়সহ উপজেলার ৫টি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকরা।
দলকে শক্তিশালী করতে আগামী ১৫দিনে মধ্যে ৫টি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ড আওয়ামীলীগের নতুন কমিটি গঠন করারও সিদ্বান্ত নেয়া হয়েছে।