২৪ এপ্রিল ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
নিউজ ডেক্স
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারের অবহেলায় এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। স্বজনরা প্রতিবাদ করায় লাশ আটকে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকাল ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ মুক্তিযোদ্ধার মৃত্যু হয়। অবশেষে বেলা ১১টায় স্বজনদের কাছে মৃতদেহ দিয়ে দেয় কতৃপক্ষ।
নিহত বীর মুক্তিযোদ্ধা বাকেরগঞ্জের ১নং চরামদ্দি ইউনিয়ন এর সঠিখোলা নিবাসী মোঃ শাহজাহান খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
নিহতের মেঝ ছেলে মোঃ আসলাম খান বরিশাল বাণীকে জানান, সকাল থেকে অসুস্থ বাবাকে দেখার জন্য একাধিকবার ডাক্তার ডাকলেও কেউ আসেনি। উল্টো আমাদেরকে ধমক দিয়েছে। অবশেষে একপ্রকার বিনা চিকিৎসয়ই বাবা মারা যান। আমরা এর প্রতিবাদ করলে ইন্টার্নি ডাক্তাররা আমাদের উপর হামলা করে। এরপর লাশ দেওয়া হবেনা বলে সাফ জানিয়ে দেয়। দীর্ঘ তিন ঘন্টা পরে মিডিয়াকর্মীদের উপস্থিতিতে অবশেষে লাশ দিয়ে দেয়। যেখানে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আ’লীগ সরকার এখন ক্ষমতায়। সেখানে এই সময়ে মৃত্যুকালে একজন মুক্তিযোদ্ধার সাথে এমন আচরন কোনভাবেই মেনে নেয়া যায়না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন বরিশাল বাণীকে বলেন, আমি অফিসিয়াল কাজে পটুয়াখালীতে আছি। তবে ঘটনাটি আমি শুনেছি। ইতমধ্যেই হাসপাতালের উপ-পরিচালকের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধান করেছেন।
এদিকে নিহত মুক্তিযোদ্ধার মৃতদেহ চরামদ্দির সঠিখোলা গ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।