০৪ নভেম্বর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, সোমবার, ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
নিউজ ডেক্স
প্রতিবন্দীদের নামে চাঁদা উত্তোলন করে আত্বসাত করায় দুই ব্যাক্তিকে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। গতকাল নগরীর ২৭ নং ওয়ার্ড থেকে চাঁদা উত্তোলন কালে এলাকাবাসী ওই দুজনকে পুলিশে সোপর্দ করেন।
আটককৃতরা হলেন নগরীর করীম কুটির এলাকার মেহেদী হাসান বাবু ও বটতলা এলাকার ইউসুফ হাওলাদার সোহাগ। কোতোয়ালী পুলিশের অফিসার-ইন-চার্জ নুরুল ইসলাম জানান নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে প্রতিবন্দী মুক্তি উত্তরণ সংস্থা নামে একটি সংগঠনের নামে বাবু ও সোহাগের নেতৃত্বে সংগঠনের সদস্যদের কাছ থেকে প্রতিদিন চাঁদা উত্তোলন করা হয়।
উত্তোলনকৃত চাঁদা প্রতিবন্দীদের কোন কল্যাণে ব্যয় না করে নিজেরাই আত্বসাত করেন বলে জানান তারা। এরই ধারাবাহিকতায় গতকাল চাঁদা তুলতে গেলে সোহাগ ও ইউসুফকে এলাকাবাসী পুলিশের হাতে তুলে দেয়।
ওই সংগঠনের ব্যাপারে শহর সমাজসেবা কার্যালয়ের সমাজ সেবা অফিসার জাবির আহম্মেদ জানান প্রতিবন্দী মুক্তি উত্তরণ সংস্থা নামের কোন সংগঠনের নিবন্ধন তাদের কাছে নেই। এ ব্যাপারে তাদের জিঞ্জাসা করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ ।