০৬ অক্টোবর ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন, ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি, রবিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ তহিরুল ইসলাম স্টাফ রিপোর্টার::-
বৃহত্তর কুষ্টিয়া জেলার প্রথম তিন তারকা হোটেল হোটেল সাহিদ প্যালেস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জ ডিআইজি ডঃ খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার) সোমবার দুপুর ৩ টার দিকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ জেলা পুলিশের কর্মকর্তাদের নিয়ে নবনির্মিত হোটেলটি পরিদর্শন করেন তিনি। এ সময় তাঁকে উষ্ণ অভ্যার্থনা জানান হোটেল সাহিদ প্যালেস এর স্বত্তাধিকারী আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। এরপর তিন তারকা মানসম্পন্ন হোটেলটির করিডোর, রেসিডেন্সিয়াল রুম ব্যানকট হল কনভেনশল হল রেস্টুরেন্ট ও ছাদবাগান ঘুরে দেখেন ডিআইজি। পরে হোটেল লবিতে উপস্থিত অন্যান্যদের সঙ্গে চা চক্রে কিছু সময় কাটান তিনি। হোটেল সাহিদ প্যালেস এর প্রশংসা ও সফলতা কামনা করে তিনি বলেন একটি তিন তারকা তথা অত্যাধুনিক হোটেলে যা যা প্রয়োজন তার সব কিছুই রয়েছে হোটেল সাহিদ প্যালেস এ আমি মুগ্ধ হয়েছি হোটেলের রেসিডেন্সিয়াল রুম পরিপাটি রেস্টুরেন্ট বিশাল ব্যানকট হল ও কনভেনশন হল দেখে। গতানুগতিকের থেকেও এই হোটেলের পরিবেশ অত্যন্ত সুন্দর ও মনোরম হোটেলটির গ্রান্ড ফ্লোর থেকে শুরু করে টপ ফ্লোর পর্যন্ত প্রতিটি স্তরেই সৌখিনতা ও আভিজাত্যের চিহ্ন পেয়েছে।
পরিদর্শনকালে উপস্থিথ ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল, রেঞ্জ ডিআইজি এর স্টাফ অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার সৌমিত্র চাকমা, সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি কামাল উদ্দিন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সহসম্পাদক সুমন পারভেজ খান, বিশিষ্ট ঠিকাদার সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন, আবু সাঈদ মো. হাসানুজ্জামান বাবু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।