০৪ নভেম্বর ২০২৪, ১০:০২ পূর্বাহ্ন, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, সোমবার, ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৭ টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি ট্রাক থেকে পন্য নামানোর কাজ করছিলো আল-আমিন। এসময়
পণ্যবাহি ওই ট্রাকটির পেছনে আরো একটি ট্রাক রাখা ছিলো।
পেছনের ওই ট্রাকটিকে সেখান থেকে সরানোর জন্য উদ্যত হন হেলপার (সহযোগী) ।
ট্রাকটির ইঞ্জিন চালু করার সাথে সাথে সেটি সামনের ট্রাকের সাথে এসে
ধাক্কা দেয় এবং এসময় চাপা পরে আল-আমিন গুরুত্বর আহত হয়।
গুরুত্বর আহত অবস্থায় আল-আমিনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার সকাল ৯
টার দিকে মৃত্যু হয়।
হাসপাতালের ওয়ার্ড মাষ্টার রাশেদুল ইসলাম নিহতের মৃতদেহ সুরতহাল ও
ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে এ ঘটনার পর ঘাত ট্রাকের চালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করা হয়েছে
বলে জানিয়েছেন কোতোয়ালি থানা পুলিশের ওসি (তদন্ত) আসাদুজ্জামান।