মোবারক হোসেন, খাগড়াছড়ি:
বাংলাদেশে পালিত হচ্ছে‘ কমিউনিটি পুলিশিং ডে’“ পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ প্রতিপাদ্যে জনগণের দৌড় গোড়ায় পুলিশ সেবা পৌছে দেওয়ার লক্ষে বিগত কয়েক বছর ধরে দিবসটি যখাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে। এ উপলক্ষে মানিকছড়িতে অনুষ্টিত হয়েছে র্যালি ও আলোচনা সভা।
২৬ অক্টোবর সকাল সাড়ে ৯টার পর মানিকছড়ি উপজেলা টাউন হল চত্বর থেকে পুলিশ, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ,ব্যবসায়ী, সুশীল সমাজ ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে র্যালি বের করা হয়।
অফিসার ইনচার্জ আমির হোসেন এর সভাপতিত্বে এবং উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সজল বরণ সেন এর সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মো. জয়নাল আবেদীন। অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ,সহকারী কমিশনার(ভূমি) রুবাইয়া আফরোজ,উপজেলা পুলিশিং কমিটির সভাপতি এম.এ. রাজ্জাক, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.