০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, মঙ্গলবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকেও সুখে নেই। কারণ ক্ষমতায় থেকেও নিজের দলের লোকদেরই গ্রেফতার করতে হয়। আওয়ামী লীগ এবং বিএনপি এ দুটি দলই দেশকে ধ্বংস করেছে। তারা দেশের মানুষের মর্যাদা নষ্ট করেছে। বাংলাদেশের যে উন্নতি হতো সে উন্নতি তারা তা ব্যাহত করেছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনে স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দকী বলেন, আমি বিশ্বাস করি একদিন এই গামছা মার্কার দল দেশ পরিচালনা করবে। কৃষক শ্রমিক জনতা লীগ যেদিন দেশ পরিচালনা করবে সেদিন দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে।
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সবুর মেম্বারের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীর প্রতীক, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন মাস্টার প্রমুখ বক্তব্য দেন