২৩ জানুয়ারী ২০২৫, ০২:১৭ অপরাহ্ন, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি:
পুলিশি হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে শিক্ষকের মুখে কালো কাপড় বেঁধে পুলিশি হামলার প্রতিবাদ করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
২৬ অক্টোবর শনিবার সকাল ১১টায় খাগড়াছড়ি পানখাইয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১০মিনিট ক্লাস বর্জন করে মুখে কালো কাপড় বেঁধে শিক্ষকদের উপর পুলিশী হামলার প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
এদিকে জেলার মানিকছড়ি, লক্ষীছড়ি, মহালছড়ি, দীঘিনালা, মাটিরাঙ্গা, গুইমারা, রামগড় উপজেলা গুলোতেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ কর্মসূচি পালন করেছে বলে খবর পাওয়া গেছে। উল্লেখ্য দাবি আদায়ের জন্য গত ২৩ অক্টোবর ঢাকার মহা সমাবেশে গিয়ে পুলিশের হামলার শিকার হয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।