০৪ নভেম্বর ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, সোমবার, ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধি:-
;পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী সন্ত্রাসমুক্ত দেশ গড়ি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়েছে। থানা পুলিশের উদ্যেগে শনিবার সকালে থানা চত্তর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়েছে। পরে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং ডে দিবস পালনের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কমিউনিটি পুলিশিং’র সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, মুক্তিযোদ্ধা কমান্ডার আইউব আলী মিয়া, ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, লিয়াকত আলী হাওলাদার, সিরাজুল হক সরদার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার,বিপুল দাস, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি,শফিকুল ইসলাম টিটু,গোলাম মোস্তফা সরদার,আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম মাসুম,সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, প্রচার সম্পাদক মোঃ মাসুদ হোসেন, কোষাদক্ষো শফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক বাবুল মন্ডল,যুবলিগ সাধারণ সম্পাদক অনিমেস মন্ডল, রাজিহার ইউনিয়ন ছাত্রলিগ সভাপতি জগদীস ভক্ত প্রমুখ। পরে কমিউনিটি পুলিশিং কাজে বিশেষ অবদান রাখায় ১১জন কমিউনিটি পুলিশিং এর সদস্য ও ৬জন শিশু শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। সভায় বক্তরা বলেন, মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, বাল্য বিয়ে ও ইভটিজিং প্রতিরোধে সবাইকে এক সাথে কাজ করতে হবে। যারা মাদক ব্যবসা ও সেবন করে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। যেখানে দেখবেন বাল্য বিয়ে হচ্ছে সাথে সাথে প্রশাসনকে সংবাদ দিবেন। তারা গিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দিবেন। স্কুল-কলেজের কাছে বা রাস্তাঘাটে বসে মেয়েদের ইভটিজিং করলে তাদের পুলিশের কাছে তুলে দিবেন।