১৯ মার্চ ২০২৫, ১২:৫০ অপরাহ্ন, ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি, বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
১৭ লক্ষ টাকা জরিমানা বিজয়নগরে ৪টি অবৈধ ইট ভাটায়। জীবননগরে চোরাকারবারীকে মলত্যাগ করিয়ে মলের সঙ্গে ৬টি স্বর্নের বার উদ্ধার ঘুষের টাকাসহ হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটর আটক আলমডাঙ্গা মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত দর্শনায় জীবনের নিরাপত্তা চেয়ে এক যুবকের সংবাদ সম্মেলন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন: এনডিটিভিকে তুলসী গ্যাবার্ড প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রী খুন সৎ ও সাহসী সাংবাদিকরা সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে পারেন ….. কাজী খায়রুজ্জামান শিপন বাগেরহাটে ‘মানবতার পথিক’ সংগঠনের উদ্যোগে ইফতার ঈদ উপহার বিতরণ বিজয়নগরে ইয়াবাসহ গ্রেফতার এক
শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল এবং বাংলাদেশ অনুর্ধ ১৯ ক্রিকেট দলের মধ্যকার ৪ দিনের যুব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের ট্রফি উন্মোচন করা হয়।

শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল এবং বাংলাদেশ অনুর্ধ ১৯ ক্রিকেট দলের মধ্যকার ৪ দিনের যুব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের ট্রফি উন্মোচন করা হয়।

আজ ২৫ অক্টোবর শুক্রবার বিকাল ৩ টায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্দেশনায়, বরিশাল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায় বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল এবং বাংলাদেশ অনুর্ধ ১৯ ক্রিকেট দলের মধ্যকার ৪ দিনের যুব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের ট্রফি উন্মোচন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব প্রশান্ত কুমার দাস, বিসিবি’র সিনিয়র সিকিউরিটি কো অর্ডিনেটর শামীম কালাম আজাদ ও সিকিউরিটি কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, অনুর্ধ ১৯ ক্রিকেট দলের বাংলাদেশ টিম ম্যানেজার সজল আহাম্মেদ চৌধুরী, বাংলাদেশ অনুর্ধ ১৯ ক্রিকেট দলের ক্যাপটেন অমিত হাসান, অনুর্ধ ১৯ ক্রিকেট দলের শ্রীলঙ্কা টিম ম্যানেজার পারভেজ মারুফ, শ্রীলঙ্কা অনুর্ধ ১৯ ক্রিকেট দলের ক্যাপটেন নিপুন ফেনান্ডো,

 

ম্যাচ রেফারি সাবেক ক্রিকেটার রকিবুল হাসান, সিনিয়র সহকারী খেলা উন্নয়ন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডো, জাভেদ ইসলাম তাপসসহ বিসিবির কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। শুরুতে উভয় দলের ক্যাপ্টেন এবং ম্যানেজার সাংবাদিকদের সাথে কথা বলেন পরে উভয় দলের খেলোয়াড়, জেলা প্রশাসক, এবং বিসিবির সদস্যরা।

 

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ অনুর্ধ ১৯ ক্রিকেট দলের মধ্যকার ৪ দিনের যুব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের ট্রফি উন্মোচন করেন। আগামী ২৬ অক্টোবর স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ওই দিন সকাল ৯টায় ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। এছাড়াও বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিসিবি’র সংশ্লিস্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

 

পরে সকাল সাড়ে ৯টায় মাঠে বল গড়ানোর কথা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019