০৯ অক্টোবর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন, ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, পদ্মা সেতু ও পায়রা বন্দর চালু হলে গোটা দক্ষিণাঞ্চল শিল্পাঞ্চলে পরিনত হবে। এগুলো সবই আওয়ামীলীগ সরকারের অবদান। দেশের উন্নয়ন দেখে ষড়যন্ত্রকারিরা থেমে নেই তারা দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ভোলার ঘটনায় ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে দাবি করে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু আরও বলেন, ভোলায় একটি বিশেষ মহল অশান্ত পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল। তারা একটি ঘটনা সাজিয়ে ফায়দা হাসিলের অপচেষ্টা করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা ও তড়িৎ পদক্ষেপের কারণে তা বানচাল হয়ে যায়। ধর্মের অপব্যাখ্যা দিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে সচেতন মহলকে রুখে দাঁড়াতে হবে। বর্তমানে দেশে মানুষ ভাল আছে , শান্তিতে বসবাস করতে পারছে।
আমির হোসেন আমু আজ শুক্রবার বেলা ১২টায় ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্্িরর নতুন কমিটি আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চেম্বারের নতুন কমিটির কর্মকর্তারা আমির হোসেন আমুকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান।
আমির হোসেন আমু বলেন, বাংলাদেশ দেশ হিসেবে ছোট হলেও, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও দূরদর্শী চিন্তা-চেতনার কারণে আজ বাংলাদেশ বিশ^বুকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছে। অনেক দেশ এ এজন্য ঈর্ষানীত। স্বাধীনতাবিরোধী চক্র তা মেনে নিতে পারছে না। এরফলে বাংলাদেশ নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এর বিরুদ্ধে সজাগ থাকাসহ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
চেম্বার সভাপতি সালাহ উদ্দিন আহম্মেদ সালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম ও চেম্বারের সিনিয়র সহসভাপতি মু. মনিরুল ইসলাম তালুকদার। এছাড়া অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও পৌরসভার মেয়র মো. লিয়াকত আলী তালুকদারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।