২২ এপ্রিল ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, মঙ্গলবার, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স
বরিশালের জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমানের নির্দেশনায় মা ইলিশ সংরক্ষণের অভিযানে ২২ জেলেকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বরিশাল জেলার বিভিন্নস্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের সর্বশেষ তথ্যমতে, মোবাইল কোড অভিযান চলাকালে ২২ জেলেকে কারেন্ট জালসহ হাতেনাতে আটক করে এবং মোবাইল কোর্টে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান এর পাশাপাশি ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় সর্বমোট ৬ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল এবং ১৪৫ কেজি মাছ জব্দ করা হয়।
জব্দকৃত মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় এবং জব্দকৃত জাল ধংস করা হয়।
উক্ত মোবাইল কোর্ট অভিযানসমূহ পরিচালনা করেন জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)।
অভিযানে সহায়তা করেন জেলা-উপজেলা মৎস্য কর্মকর্তা, পুলিশ, নৌবাহিনী এবং কোস্টগার্ডের সদস্যরা।