০৯ অক্টোবর ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন, ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
অনলাইন ডেক্স::
ঝালকাঠির রাজাপুরে ভেজাল খাদ্য ও চালের নির্ধারিত মূল্য চার্ট না থাকায় উপজেলার বাগড়ী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক সাফিয়া সুলতানার নেতৃত্বে ও স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপজেলা সদরের বাগড়ী বাজার এলাকার ধানসিঁড়ি রেস্তোরাতে মানসম্মত খাবার পরিবেশন না করায় কর্তৃপক্ষকে দশ হাজার, গিয়াস ষ্টোরে খোলা খাদ্য পন্য বিক্রি করায় দুই হাজার ও শাহজাহান চালের দোকানে নির্ধারিত মূল্য তালিকা না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।