নিউজ ডেস্ক
ঝালকাঠিতে কথিত দুই সাংবাদিকসহ ০৪জনকে ফেন্সিডিলসহ আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার বিকালে ডিবি পুলিশের পরিদর্শক ইকবাল বাহারের নেতৃত্বে ঝালকাঠি-রাজাপুর আঞ্চলিক সড়কের গাবখান সেতু টোল প্লাজায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত বাংলা টিভি’র ঝালকাঠি জেলা প্রতিনিধি ও টেলিভিশন সাংবাদিক সমিতির সদস্য মো. নজরুল ইসলাম, অনলাইন পোর্টাল দাবানল ডট কমের নির্বাহী সম্পাদক কাজী মারুফ হোসেন ইরান, ঠিকাদার মোস্তাফিজুর রহমান রিংকু ও তাদের বহনকারী মটোরসাইকেল চালক শাওন মন্ডল।
অভিযানে অংশ নেয়া ডিবি পুলিশের উপ-পরিদর্শক মাইনউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের তথ্যে গাবখান সেতু এলাকায় যানবাহনে তল্লাসী চালাচ্ছিল ডিবি পুলিশ। এসময় রাজাপুর থেকে ঝালকাঠির উদ্দেশ্যে আসা একটি মোটোরসাইকেল আরোহীদের দেহ তল্লাসী করে সাংবাদিক নজরুল ইসলামের কাছে দুই বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদের জন্য সকলকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো প্রস্তুতি চলছে বলে এ পুলিশ কর্তা আরো জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.