১৩ নভেম্বর ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
নিউজ ডেক্স
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ সুমন মৃধা (২৯), মামুন হাওলাদার (২৬) ও রফিকুল হাসান লিখন (৩০) নামে তিন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার ২৩ নং উত্তর পাতাকাটা সরকারী গ্রাখমিক বিদ্যালয়ের সামনের রাস্তার উপর থেকে ১৩ পিস ইয়াবাসহ আটক করে।
আটককৃত মাদক ব্যাবসায়ী সুমন পৌরশহরের ৮নং ওয়ার্ড এলাকার আব্দুল মন্নান মৃধার ছেলে ও মামুন পৌরশহরের ৯নং ওয়ার্ড এলাকার বাদশা হাওলাদারের ছেলে এবং রফিকুল হাসান লিখন উপজেলার বকশির ঘটিচোরা গ্রামের মৃত: সামাদ মৃধার ছেলে।
মঠবাড়িয়া থানার এস আই মানিক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২৩ নং উত্তর পাতাকাটা সরকারী গ্রাখমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ওই ৩ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। এ সময় জনি নামে আরেক মাদক ব্যাবসায়ী পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে কাছ থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হবে।