২৩ এপ্রিল ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন, ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, বুধবার, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
স্টাফ রিপোর্টার::মৃধা জুয়েল
বাকেরগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের খালেক মোল্লার বাড়িতে গত বৃহস্পতিবার গভির নলকূপ স্থাপনার কাজ শুরু হলে প্রায় ৮০০ /৮০ ফুট পাইপ বসানো হলে জ্বালানী গ্যাসের সন্ধান পাওয়া যায়।
এই ব্যাপারে নলকূপ স্থাপনার প্রধান অা: রহমান জানান ২০০ ফুট পাইপ বসানোর পর থেকেই গ্যাসের চাপ দেখতে পান।
তার পর থেকেই কাজে বিভিন্ন সমস্যা দেখা দেয় ৮০০ /৮০ ফুট পাইপ বসানো শেষ হলে অতিরিক্ত গ্যাস চাপের কারনে পাইপ থেকে পানি ও গ্যাস বের হতে শুরু করে।
খবরটা চারিদিকে ছরিয়ে পড়লে এলাকার লোকজন মোল্লা বাড়িতে ভিড় জমাতে শুরু করে,
স্থানীয় লোকজন ধারনা করেন গ্যাসের খনিজ পদার্থ মাটির নিচে থাকার কারনেই এই গ্যাসের উৎস।
মোল্লা বাড়ির লোকজন দুই দিন যাবত এই গ্যাস দিয়ে তাদের রান্নার কাজ করেন।
এলাকার সাধারন জনতা উর্ধ্বতন প্রশাসনের সহযোগীতা কামনা করছেন,