০৯ অক্টোবর ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন, ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
জয়পুরহাটের আক্কেলপুরের দেওড়া গ্রামের এক গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে গণধর্ষণের পর হত্যা মামলায় ৭ জনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে জয়পুরহাট নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের জজ ডক্টর এ.বি.এম মাহমুদুল হক এ রায় দেন।
আসামীরা হলেন, আক্কেলপুর উপজেলার সোহেল তালুকদার, দেওড়া সোনারপাড়া গ্রামের আফজাল হোসেন, মজিবুর রহমান সোনা, মোহাম্মদ রাহিম,ফেরদৌস সাখিদার, রুহুল আমিন ও দেওড়া গুচ্ছ আশ্রয়ন কেন্দ্রের মৃত ইছাহাক আলীর ছেলে আজিজার রহমান।
২০১৬ সালের ৮ অক্টোবর আক্কেলপুর উপজেলার দেওড়া গুচ্ছ গ্রামের উজ্জল মহন্তের স্ত্রী আরতি রানীকে স্থানীয় কয়েকজন যুবক ওই গৃহবধুকে জোরপূর্বক তুলে নিয়ে গণধর্ষণের পর হত্যা করে।