১২ Jul ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন, ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি, শনিবার, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বৈরি আবহাওয়ায় বঙ্গোপসাগরে ট্রলার ডুবি বানারীপাড়ায় ছাত্রদল নেতার নেতৃত্বে স্কুল ছাত্রী অপহরণ সোহরাওয়ার্দী উদ্যানে ‘জাতীয় সমাবেশ’ বাস্তবায়ন করতে বাবুগঞ্জে জামায়াতের প্রস্তুতি সভা। বরিশালে ডিবি পুলিশের অভিযানে স্বর্ণ প্রতারকের তিন সদস্য আটক  বানারীপাড়ায় “জুলাই বিল্পব নতুন বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জীবননগরে কিস্তির টাকার জন্য রাতে নারীকে তালাবদ্ধ পুলিশ এসে উদ্ধার সাংবাদিক আরিফ হোসেন’র ভাগ্নের সাফল্যে উচ্ছ্বাসিত তার পরিবার বানারীপাড়া বালিকা বিদ্যালয় এসএসির ফলাফলে এবারও শীর্ষে বাবুগঞ্জে এসএসসি-তে অকৃতকার্য, অতঃপর আত্মহনন ২২৭ শিক্ষার্থী জিপিএ ৫ ,দেশসেরা ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের উদ্যোগে আর্থিক অনুদান বিতরণ

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের উদ্যোগে আর্থিক অনুদান বিতরণ

মোবারক হোসেন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির ১৪ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন সদরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ২১ অক্টোবর জোন সদরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবাগত গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ শাহরিয়ার জামান।

অনুষ্ঠানে গুইমারা রিজিয়নের বিএম মেজর ফজলে রাব্বি, জোন উপ-অধিনায়ক মেজর তৌহিদ সালাউদ্দিন, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান জয়নাল আবদীন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মেমং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান র্ঝনা ত্রিপুরা, গুইমারা থানার ওসি বিদ্যুৎ বড়–য়া সহ জোনের আওতাধীন বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন স্কুল কলেজের কৃত ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ার্থিক অনুদান প্রদান করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ শাহরিয়ার জামান।

খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন
মোবারক হোসেন, খাগড়াছড়ি: “জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়” এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য আয়াজনে খাগড়াছড়ি জেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২২ অক্টোবর মঙ্গলবার সকালে খাগড়াছড়ি পৌর টাউনহল প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহম্মদ ফয়সল, পৌর মেয়র রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ বক্তব্য রাখেন। এতে স্থানীয় পরিবহন মালিক এবং চালক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা
ছাত্রলীগ কলেজ শাখার নির্বাচন অনুষ্ঠিত

মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগ মানিকছড়ি কলেজ শাখার বার্ষিক নির্বাচন ও নবীণ বরণ উপলক্ষে ২২ অক্টোবর কলেজ মাঠে ছাত্র সমাবেশ অনুষ্টিত হয়েছে।
মানিকছড়ি গিরিমৈত্রী সরকারী ডিগ্রি কলেজ শাখা বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রাজীব কুমার নাথ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.মতিউর রহমান হাসান এর সঞ্চালনায় অনুষ্টিত নবীণ বরণ ও বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুর রহমান ফারুক, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম মাসুদ, জেলা ছাত্রলীগ সভাপতি মো. ফিরোজ উদ্দীন, কলেজ অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মংচাঞো মারমা, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুল ইসলাম রেজা এবং উপজেলার ৪ ইউনিয়নের নব নির্বাচিত ছাত্রলীগ কমিটির সভাপতি ও সম্পাদকসহ ছাত্রলীগ নেতা-কর্মীরা।
সম্মেলনের প্রথম অধিবেশনে অতিথিরা শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।
পরে কলেজ ছাত্র মো.আবু জাফর’কে সভাপতি,মো. আকতার হোসেন’কে সাধারণ সম্পাদক ও মো. শাহিন আলম’কে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে ৫১ সদস্য বিশিষ্ঠ কলেজ কমিটি ঘোষণা করেন।
খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের অফিসের
উদ্যোগে আলোচনা সভা
মোবারক হোসেন, খাগড়াছড়ি: জেলার মহালছড়ি উপজেলায় জেলা তথ্য অফিসের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর সোমবার উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়অ

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মহালছড়ি উপজেলার নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত। খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার বাপ্পি চক্রবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন। কেয়াংঘাট ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আ.হ.ম মাসুম হোসেন, মহালছড়ি উপজেলার তথ্য সেবা কর্মকর্তা নাহিদা আক্তার ও মহালছড়ি উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম বিশেষ অতিথি ছিলেন।

খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার বাপ্পি চক্রবর্তী ‘সমৃদ্ধি অগ্রযাত্রায় শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় আলোচনা সভার বিষয় বস্তু তুলে ধরেন। বাংলাদেশ এখন সমৃদ্ধির অগ্রযাত্রার পথে। আগামী ২০২১ সালে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে উল্লেখ করে মহালছড়ি উপজেলার নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত বলেন সরকারের কর্মসূচি সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেয়াংঘাট ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আ.হ.ম মাসুম হোসেন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নাহিদা আক্তার ও মহালছড়ি উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019