১৯ মার্চ ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন, ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি, বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা,সুগন্ধ্যা,আড়িয়াল খাঁ নদীতে পৃথক অভিযান চালিয়ে মা ইলিশ ধরার অপরাধে শনিবার সন্ধায় মোঃ রুবেল,মিন্টু,জুয়েল এবং সোমবার সকালে মোঃ রাকিব,এবায়দুল,সেকান্দারসহ ৬জন জেলেকে ১বছর করে কারাদন্ড এবং রাকিব সরদার,সাকিব হোসেন,শাহিন হোসেনসহ তিন জেলেকে জনপ্রতি ৫ হাজার টাকা করে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত।
জব্দকৃত ইলিশ মাছ বিভিন্ন এতিম খানায় বিতরন করা হয়।৩০ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। অভিযানে পুলিশ, মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। রোববার সন্ধ্যায় ও সোমবার সকালে পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুসরাত জাহান খান । উপজেলা প্রশাসন নদ-নদীতে অভিযান চালিয়ে উপজেলা মৎস্য অফিসার সাইদুজ্জামান বলেন অভিযানে ইলিশ উৎপাদন আরও বৃদ্বি করার লক্ষে আমাদের যা যা করনীয় সব প্রচেষ্টা থাকবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার বলেন,নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাবুগঞ্জে নদ-নদীতে কেউ যাতে নদীতে মাছ ধরতে না পারে সেজন্য তৎপর রয়েছে বাবুগঞ্জ প্রশাসন ও মৎস্য বিভাগ।বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান,জেলেদের আটক ,মাছ জব্দ ও জাল ধ্বংস কার্যক্রম চলছে। স্থানীয়দের অভিযোগ ভোররাতে বিভিন্ন পয়েন্টে পুলিশ পাহাড়া বসিয়ে মটরসাইকেল ভ্যান,অটোবাইক তল্লাশি করে ইলিশ মাছ জব্দ করলে মৌসুমী জেলেরা ইলিশ মাছ ধরা বন্ধ করবেন।