১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২০ পূর্বাহ্ন, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক:
বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ইলিশ মাছ শিকারের অপরাধে ২৩ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি ৬ লাখ ২২ হাজার ৫ শত মিটার কারেন্ট জাল জব্দ এবং ৩৬৩ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।
রোববার (২০ অক্টোবর) দিনে ও রাতে বরিশাল সদর, হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, উজিরপুর, বানারীপাড়া, বাবুগঞ্জ, বাকেরগঞ্জ ও গৌরনদী উপজেলার বিভিন্ন নদীতে এসব অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করে রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিষ্ট্রেট রাসেল ইকবাল প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জব্দ জালগুলো ধ্বংস করা হয়েছে, পাশাপাশি ইলিশ মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
এছাড়া আটক ২৩ জনের মধ্যে ৩ জনকে ১ বছর করে, ২ জনকে ২০ দিন করে, ১৩ জনকে ১৫ দিন করে, ১ জনকে ১৪ দিন ও ৪ জনকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং আটক বাকি ৫ জনকে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।