০৬ অক্টোবর ২০২৪, ০৩:১৭ পূর্বাহ্ন, ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি, রবিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
বাগেরহাটে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে নিজের মাকে খুন করেছে রাসেল শেখ (২২) নামের এক যুবক। রোববার সকাল সাড়ে ৮টার দিক শহরের বাসাবাটি পুরাতন পুলিশ ফাঁড়ির কাছে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই ঘাতক রাসেল শেখকে আটক করেছে পুলিশ।
নিহত ওই নারীর নাম রাবেয়া বেগম। তিনি বাসাবাটি এলাকায় তার মায়ের জমিতে ঘর তুলে বসবাস করে আসছিলেন।
এলাকাবাসী জানায়, রাবেয়া বেগম রোবাবার সকাল ৮টার দিকে বাড়ির সামনের দোকান থেকে চা কিনে বাসায় যান। এর কিছুক্ষণ পরেই ছেলে রাসেল শেখ তাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ দ্রত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক রাসেলকে আটক করে।
তবে কী কারণে রাসেল তার মাকে খুন করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি স্থানীয়রা। প্রতিবেশীরা বলছে, রাসেল শেখ কিছুই করত না। এলাকায় বখাটে এবং মাদকাসক্ত হিসেবেই পরিচিতি ছিল তার।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন ঘটনাস্থল থেকে জানান হত্যাকাণ্ডের পর পরই ঘাতক রাসেল শেখকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা জানাতে পেরেছি, সে দীর্ঘদিন ধরে নেশা করত। তবে কী কারণে সে তার মাকে খুন করেছে তা জানা যায়নি। জিজ্ঞাসাবাদের পর বিষয়টি জানা যাবে।
নিহতের মরদেহ উদ্ধার করে মায়নাতদেেন্তর জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।