চরমপন্থী নেতা ও শীর্ষ সন্ত্রাসী পলাশ মাতব্বরকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর একটি বিশেষ দল। গত ১৮ অক্টোবর মাদারীপুর জেলার শিবচর থানাধীন বাগমারা এলাকায় থেকে তাকে করা গ্রেফতার হয়। পলাশ মাতব্বর(৪৫) মাদারীপুর জেলার শিবচর থানার বাঘমারা গ্রামের দাদন মাতব্বরের ছেলে। র্যাব জানায়, গ্রেফতার কৃত পলাশ মাতব্বর দীর্ঘদিন যাবত অপহরন, খুন এবং ডাকাতি করে আসছে। কিছুদিন আগে পলাশ ভারতে চলে যায় এবং ভারতে কিছুদিন অবস্থানের পর পুনরায় তার নিজ এলাকায় এসে সন্ত্রাসী কার্যকালাপ শুরু করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৭টি মামলা রয়েছে। গ্রেফতার হওয়া পলাশ মাতব্বরের হেফাজতে থাকা ১৯৭ পিস ইয়াবা, ০২টি পিস্তল, ০৯ রাউন্ড এ্যামোনিশন ও ০৪টি ধারালো ছোরা উদ্ধার করে র্যাব ।
এদিকে আসামী পলাশ মাতব্বরকে গ্রেফতার করায় এলাকার লোকজন সন্তোষ প্রকাশ করেছে। এ ব্যাপারে মাদারীপুর জেলার শিবচর থানায় ডিএডি মোঃ আমজাদ হোসেন বাদী হয়ে মামলা রুজু করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.