আজকের ক্রাইম ডেস্ক
বরিশালে চাঁদাবাজির অভিযোগে তিন কথিত সাংবাদিককে গণধোলাইয়ের পরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
আটকৃত কথিত সাংবাদিক জামাল হোসেন, আজিজুল মোল্লা ও জব্বার তালুকদার আটকের ঘটনার সত্যতা স্বীকার করেছেন বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান।
বাবুগঞ্জ একটি বেকারিতে ভূয়া অভিযান চালাতে গিয়ে কথিত সাংবাদিক বাংলা টিভি সহ একাধিক গণমাধ্যমের বরিশাল প্রতিনিধি পরিচয় দেয়া এম জামাল, জব্বার তালুকদার ও মোল্লা আজিজ থানা পুলিশের কাছে আটক হন।
প্রাথমিক তথ্যমতে, কথিত এ সাংবাদিকরা একটি প্রাইভেটকারসহ জেলার বিভিন্নস্থানে চাঁদাবাজি করে আসছিল। এমন অভিযোগ এর পর থেকে বিভিন্ন সময়ে ধাওয়া খেলেও আজ আটক হল চক্রটি। চক্রটিতে রয়েছে একজন নারীও। অভিযুক্তরা বিভিন্ন বেকারি, ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে লাগাতার চাঁদাবাজি করে আসছিল।
আটকের বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, বাবুগঞ্জ বাজারে মধুবন বেকারির মালিক রফিকের কাছে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবী করে। এসময় স্থানীয় তাদের গনধোলাই দিয়ে থানায় ফোন করলে পুলিশ পাঠিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুক প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.