০৪ নভেম্বর ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, সোমবার, ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
নিউজ ডেস্ক
বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি’র সম্মাননা পদক পেলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল।
গত বৃহস্পতিবার দুপুর ২টায় পুলিশ লাইন অডিটরিয়ামে জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক পদক তুলে দেন বরিশাল জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম(বার)।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব, সহকারী পুলিশ সুপার সুকুমার রায়। পুলিশ সুপার ১০টি থানার ওসিদের সাফল্যতা নিয়ে বিভিন্ন পর্যালোচনা করে ওসি শিশির কুমার পালকে জেলার প্রথম বারের মত শেষ্ঠত্ব সন্মানা ক্রেষ্ট প্রদান করেন।
ওসি শিশির কুমার পাল উজিরপুর মডেল থানায় যোগদানের পর থেকে অপরাধ দমন,ওয়ারেন্ট তামিল,মাদক ও সন্ত্রাস মূক্ত,জঙ্গিবাদ নিমূল, বাল্যবিবাহ প্রতিরোধ, চুরি,ডাকাতি, আইনশৃংখলা নিয়ন্ত্রনে কঠোর অবস্থানে
এবং হত্যা,ধর্ষনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারে সক্ষম হওয়ায় তাকে শেষ্ঠত্ব নির্বাচিত করেন পুলিশ সুপার।