১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন, ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, শুক্রবার, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
মঠবাড়িয়া প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় সালেহা বেগম (৫৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কুমিরমারা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সালেহা বেগম উপজেলার টিকিকাটা ইউনিয়নের কুমিরমারা গ্রামের মৃত. খালেক হাওলাদারের মেয়ে।
থানা সূত্রে জানাগেছে, উপজেলার কুমিরমারা গ্রামের অবিবাহিত সালেহা বেগম দীর্ঘদিন ধরে তার বসত ঘরে বসে মাদক কেনাবেচা করে আসছেন।
এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে এসআই শহিদুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সালেহা বেগমকে আটক করা হয়। এ সময় তার ঘর থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান মিলু জানান, মাদক ব্যবসায়ী সালেহার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।