০৪ নভেম্বর ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, সোমবার, ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
চট্টগ্রাম অফিস ঃঃটেকনাফে গুলিতে দুই রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছে। বিজিবির দাবি, ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই রোহিঙ্গা ইয়াবা কারবারি। ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং নাফ নদীর সীমান্তে মাদককারবারীদের সাথে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। এ সময় কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পের আবুল হাসিম ও নুর কামাল নিহত হয়। ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও দুইটি ধারালো কিরিচ উদ্ধার করে। টেকনাফ দুই নম্বর বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, ভোরে জয়পুরহাটের পাঁচবিবির ভুতগাড়ী এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তার বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ আদায়সহ আটটি মামলা রয়েছে। অন্যদিকে, রাতে ময়মনসিংহের গফরগাঁও-রসুলপুর আঞ্চলিক সড়কে গুলিতে নিহত হয়েছে মোতালেব নামে এক ব্যক্তি। সে ডাকাত দলের সদস্য বলে জানায় ডিবি পুলিশ। তার বিরুদ্ধে পাঁচটি ডাকাতির মামলা রয়েছে বলেও জানায় তারা।