২৩ এপ্রিল ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন, ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, বুধবার, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
পটুয়াখালী প্রতিনিধি:
স্কুল থেকে বাসায় ফেরার পথে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে জোড়পূর্বক খালের পাড়ে জঙ্গলে ধরে নিয়ে ধর্ষণ চেষ্টা করে দুই সন্তানের জনক এমাদুল তালুকদার (২৫)। বুধবার বিকাল তিনটার দিকে পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালী গ্রামে এ ঘটনা ঘটেছে। এ সময় স্কুল ছাত্রীর ডাকচিৎকারে স্থানীয়রা এমাদুলকে আটক করে কলাপাড়া থানায় খবর দেয়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে এমাদুলকে গ্রেফতার করে।
কলাপাড়া থানার এসআই নুরুজ্জামান জানান, তেগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রী স্কুল ছুটি শেষে বাসায় ফিরছিলো। এ সময় কিশোরীকে রাস্তায় একা পেয়ে আজিমউদ্দিন গ্রামের সেলিম তালুকদারের ছেলে এমাদুল জোড়পূর্বক রাস্তা থেকে ধরে খাল পাড়ের জঙ্গলে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। এ সময় কিশোরীর ডাকচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে এমাদুলকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিঁনি জানান।