নিজস্ব প্রতিবেদন:বরিশাল নগরীতে সড়ক দূর্ঘটনায় আব্দুল খালেক (৬০) ও নিপা মিস্ত্রি (২৬) নামে দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আট জন। আহতরা হলেন, রাজিব (৪০),হৃদয় (২০),ইলিয়াস, (২৬) ফয়সাল (২৬) ও শাকিল আহম্মেদ (১৮)সহ অজ্ঞতরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর সিএন্ডবি রোড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহত এক যাত্রী জানায়, নগরীর রূপাতলী থেকে যাত্রী নিয়ে নতুল্লাবাদের উদ্দেশ্যে যাচ্ছিল মাহিন্দ্রটি। সিএন্ডবি রোড নজরুল সড়ক এলাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি বাস ও মাহিন্দ্রটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৮যাত্রী গুরুত্বর আহত হয়। বাস ও মাহিন্দ্র সংঘর্ষের পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। শেবাচিম সূত্রে জানা যায়, শেবাচিমে আনার পথে একজন মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যায়। আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল পরিদর্শন করা কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজালাল জানান, ‘নিহত এবং আহত সবাই মাহেন্দ্র’র যাত্রী ছিলো। সবুজ রংয়ের মাহেন্দ্রটি রূপাতলী বাস টার্মিনাল এলাকা থেকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের উদ্দেশ্যে যাচ্ছিলো
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.