১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪০ অপরাহ্ন, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
ডেক্স রির্পোট,,ক্যাসিনোর সঙ্গে জড়িত ৪৩ জনের নামের তালিকা দুদকের হাতে এসে ছেছে বলে জানিয়েছেন দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত। এ সংখ্যা আরো ড়তে পারে বলে জানান তিনি। অনুসন্ধানে প্রমাণ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলা হবে। ক্যাসিনো ব্যবসার মাধ্যমে অর্জিত বিপুল অর্থ বিদেশে পাচারের সঙ্গে জড়িতদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ছাড়াও বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের কাছ থেকেও এ তথ্য সংগ্রহ করা হয়। প্রথম দিকে সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জি কে শামিম ও সম্রাটসহ ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধ অনুসন্ধান শুরু করলেও এখন রাজনৈতিক কর্মী, ঠিকাদার, সরকারি কর্মকর্তাসহ এই তালিকায় রয়েছেন ৪৩ জন। যা আরো বাড়বে বলে আভাস দেন দুদক সচিব।
সোমবার (১৪ অক্টোবর) দুদক সচিব মো. দিলোয়ার বখত বলেন, আমরা এই পর্যন্ত ৪৩ জনের তথ্য মেয়েছি বিভিন্ন উৎস থেকে। এবং তাদের বিষয়গুলো যাচাই-বাচাই করা হচ্ছে। হয়তো আগামীতে এর সংখ্যা আরো বাড়বে।
দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব জানান, আইন ও বিধি অনুযায়ী সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।
সচিব আরও বলেন, এই অনুসন্ধানের সাথে যারা জড়িত হবে, তাদের সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।
গত ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোর বিরোধী অভিযান শুরু করে র্যাব। তারই পরিপ্রেক্ষিতে গত ২৯ সেপ্টেম্বর মাঠে নামে দুদক।