বিএমপি’র কর্মকান্ড যেন বাংলাদেশ পুলিশের রোল মডেল হয়…. শাহাবুদ্দিন খান
বরিশাল নগরীর পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড পরিদর্শন করেছেন মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিক খান- বিপিএম (বার)। আজ সোমবার (১৪ অক্টোবর) সকালে তিনি পুলিশ লাইন্স পরিদর্শন করেন।
এসময় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিএমপি কমিশনার বলেন, ‘কোন পুলিশ সদস্য যেন কোন প্রকার অপরাধে জড়িয়ে গোটা পুলিশ বিভাগের দুর্নাম এর কারণ না হয়।
তিনি বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সকল কর্মকান্ড যেন বাংলাদেশ পুলিশের রোল মডেল হতে পারে। সে বিষয়টি মাথায় রেখে পুলিশের প্রতিটি সদস্যকে কাজ করতে হবে।
কোন বিতর্কিত এবং পুলিশ বিভাগের সুনাম ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থেকে দেশ এবং জনগণের সেবায় কাজ করার আহ্বান জানান বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় সিচিম, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবুল সালেহ মো. রায়হান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.