আদালত ডেক্স, ধর্ষণচেষ্টা মামলায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সদ্য সাময়িক বরখাস্ত হওয়া উপসচিব রেজাউল করিম রতনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১৩ অক্টোবর) তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে হাজারীবাগ থানা পুলিশ। আসামি পক্ষের আইনজীবী অনিমেষ কুমার দাষ জামিনের আবেদন করেন। অপরদিকে বাদী পক্ষের আইনজীবী আসামির জামিনের বিরোধিতা করে আবেদন জমা দেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি জামিন শুনানির জন্য ১৬ অক্টোবর দিন ধার্য করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রেজাউল করিম রতনকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ। এর আগে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে সংস্কৃতি মন্ত্রণালয়ের এই উপসচিবকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি ২০১৬ সালে মোহাম্মদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন।
গত ৭ অক্টোবর স্থানীয় এক নারী রতনের বিরুদ্ধে তাকে ধর্ষণচেষ্টার অভিযোগ করে মামলা দায়ের করেন। ভুক্তভোগী ওই নারী অভিযোগে জানান, তাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন রতন। ঘটনার দিন মধুবাজার এলাকার একটি বাসায় তাকে আলাপ-আলোচনার কথা বলে নিয়ে যান রতন। পরে তাকে ধর্ষণের চেষ্টা করেন।।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.