২২ জানুয়ারী ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন, ২১শে রজব, ১৪৪৬ হিজরি, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ রোববার (১৩ অক্টোবর) সকালে ভান্ডারিয়া-বরিশাল আঞ্চলিক মহাসড়কের শিল্পপতি এমএ খালেকের পাথরবাড়ীর সামনে ‘ঈগল’ পরিবহনের একটি বাসের (ঢাকা মেন্ট্রো-ব-১৫-১১-৭৪) চাপায় নূরুজ্জামান সুমন খান (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সে উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের আব্দুল মালেক খান শাহজাহান এর বড় ছেলে এবং শহরের নাভিন টাওয়ারের ‘সাধ’ এন্টারপ্রাইজের মালিক।
নিহতের স্ত্রী সাবিহা বেগম জানান, রোববার সকাল ৮টার দিকে প্রতিদিনের ন্যায় মর্নিং ওয়ার্ক করতে যায় সুমন এসময় ঢাকা গামী একটি ঈগল পরিবহনের বাস (ঢাকা মেন্ট্রো-ব-১৫-১১-৭৪) তাকে পেছন দিক থেকে চাপা দিলে ঘটনা স্থলেই সে নিহত হন। তনিি কান্নায় ভঙেে পড়ে বলনে, আমার স্বামী সব সময় নরিাপদ সড়করে জন্য দাবি তুলতনে। আজ সইে সড়কইে বাসরে চাকায় পষ্টি হয়ে প্রাণ গলে তার।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। স্থানীয়রা জানান, ঘাতক বাসটি এক হেলপার চালাচ্ছিলেন।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস,এম মাকসুদুর রহমান জানান, হাসপাতাল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে এবং চালককে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
তনিি কান্নায় ভঙেে পড়ে বলনে, আমার স্বামী সব সময় নরিাপদ সড়করে জন্য দাবি তুলতনে। আজ সইে সড়কইে বাসরে চাকায় পষ্টি হয়ে প্রাণ গলে তার।