০৭ নভেম্বর ২০২৪, ০১:২৮ অপরাহ্ন, ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এক মাসের মধ্যে রাজিবকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ
রাজাধানীতে দুই বাসের চাপায় হাত হারানো রাজিবের পরিবারকে আগামী এক মাসের মধ্যে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার জন্য স্বজন পরিবহনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
আজ রোববার সকালে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত ক্ষতিপূরণের আদেশ স্থগিত চেয়ে করা স্বজন পরিবহনের আবেদনের প্রেক্ষিতে এই রায় দেন। এর আগে হাত হারানো তিতুমীর কলেজ ছাত্র রাজীব হোসেনের পরিবারকে দুই মাসের মধ্যে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছিল আদালত। বিআরটিসি ও স্বজন পরিবহনকে ক্ষতিপূরণের ৫০ লাখ টাকার মধ্যে ২৫ লাখ করে দিতে বলা হয়েছিল রায়ে।