ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহতের নাম অন্তর মণ্ডল (১৯)।
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার চুনুকুটিয়া কাচারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন অভি সরকার (১৮)।
এদিকে ছুরিকাঘাতের পর পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী (২০) নামে এক সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।নিহত অন্তর মণ্ডল একাই এলাকার অখিল চন্দ্র মণ্ডলের ছেলে।
নিহতের মামা তারুখ মণ্ডল জানান, অন্তর মণ্ডল পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় একটি গাড়ির ওয়ার্কশপে কাজ করতেন।
শুক্রবার রাত ৮টার দিকে বাসা থেকে পাশের একটি দোকানে চিপস কিনতে যান অন্তর মণ্ডল। তখন কয়েকটি মোটরসাইকেলে ৮/৯ সন্ত্রাসী কালিবাড়ি এলাকা থেকে মারপিট করে পালিয়ে আসার সময় অন্তরকে রাস্তার ওপর পেয়ে ছুরিকাঘাত করে।
পরে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া করে এক সন্ত্রাসীকে আটক করে। স্থানীয়রা অন্তরকে আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
তবে হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো বিস্তারিত জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.