২২ এপ্রিল ২০২৫, ১০:২১ অপরাহ্ন, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, মঙ্গলবার, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৬নং মির্জাপুর ইউনিয়নে গত শুক্রবার দুপুরে ২য় শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। ঐ শিশুকন্যার বয়স ৭ বছর।
জানা যায়, উপজেলার ১৬নং মির্জাপুর ইউপির দেউলপাড়া গ্রামের তিতু মিয়ার পুত্র ফাইম (১৮) ওই স্কুল ছাত্রী তার নিজ বাড়ীর সামনে বাদাম কিনে খাওয়ার সময় তার মুখ চেপে ধরে তার রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এতে সে গুরুত্বর অসুস্থ হয়। বর্তমানে মেয়েটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পরে বিষয়টি জানাজানি হলে ফাইম মিয়াকে আসামী করে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।