১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৪ অপরাহ্ন, ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, শুক্রবার, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
মাদারীপুরে কালকিনি উপজেলায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহতের নাম নাসিমা আক্তার (১৬)।
শুক্রবার রাতে উপজেলার বালীগ্রাম এলাকার শনমন্দী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাসিমা একই এলাকার সেকেন্দার আলী খাঁনের ছেলে। সে শনমন্দী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, নাসিমা আক্তারের সঙ্গে একই গ্রামের আচমত আলী খাঁনের ছেলে কাতার প্রবাসী সাখাওয়াত হোসেনের প্রেমের সম্পর্ক ছিল।
তাদের এ সম্পর্কের কথা উভয় পরিবারের মধ্যে জানাজানি হয়। শুক্রবার সকালে নাসিমা তার এক আত্নীয়র বাড়ি মাদারীপুর জেলার ঝাউদি ইউনিয়নে বেড়াতে যান। সেখানে বসে নাসিমা সাখাওয়াতকে মোবাইল ফোনে বিয়ের কথা বলে।
কিন্তু এ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন সাখাওয়াত। এর জের ধরে নাসিমা বিকালে নিজ বাড়িতে এসে ঘরের দরজা-জানালা বন্ধ করে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে।
পরে খবর পেয়ে ডাসার থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহতের মা সেলিনা বেগম বলেন, আমার মেয়ের সঙ্গে সাখাওয়াতের প্রেম ছিল। ছেলেটি বিয়ে নিয়ে নানা ওজুহাত সৃষ্টি করে। সাখাওয়াত বলে তাকে পাঁচ লাখ টাকা না দিলে আমার মেয়েকে বিয়ে করবে না। এ কথার পরই আমার মেয়ে নাসিমা আত্মহত্যা করেছে। আমরা প্রতারক সাখাওয়াতের বিচার চাই।
এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি (তদন্ত) মো. নাসির উদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করেছি। মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।