শিরিন খানম ঃঃবিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ,। পল্লবী থানায় আজ তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা নাম্বার ৪২। তিনি সিঙ্গাপুর থেকে দেশে আসছিলেন। সন্ধ্যায়। আগের মামলায় ওয়ারেন্টে ছিলো। বিমানবন্দর থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মুক্তির জোর দাবি জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।