২৪ এপ্রিল ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এ উপলক্ষ্যে শনিবার (১২ অক্টোবর) সকাল ৮টায় নগরের সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয় সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
পরে দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর শ্রমকি লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারন সম্পাদক অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর।
সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ফের দলীয় কার্যালয়ে চত্ত্বরে গিয়ে শেষ হয়।
এরআগে পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ র্যালির উদ্বোধন করেন।