১২ Jul ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন, ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি, শনিবার, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বৈরি আবহাওয়ায় বঙ্গোপসাগরে ট্রলার ডুবি বানারীপাড়ায় ছাত্রদল নেতার নেতৃত্বে স্কুল ছাত্রী অপহরণ সোহরাওয়ার্দী উদ্যানে ‘জাতীয় সমাবেশ’ বাস্তবায়ন করতে বাবুগঞ্জে জামায়াতের প্রস্তুতি সভা। বরিশালে ডিবি পুলিশের অভিযানে স্বর্ণ প্রতারকের তিন সদস্য আটক  বানারীপাড়ায় “জুলাই বিল্পব নতুন বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জীবননগরে কিস্তির টাকার জন্য রাতে নারীকে তালাবদ্ধ পুলিশ এসে উদ্ধার সাংবাদিক আরিফ হোসেন’র ভাগ্নের সাফল্যে উচ্ছ্বাসিত তার পরিবার বানারীপাড়া বালিকা বিদ্যালয় এসএসির ফলাফলে এবারও শীর্ষে বাবুগঞ্জে এসএসসি-তে অকৃতকার্য, অতঃপর আত্মহনন ২২৭ শিক্ষার্থী জিপিএ ৫ ,দেশসেরা ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা
পিরোজপুর ভান্ডারিয়া জাল পাতা নিয়ে প্রতিপক্ষ জেলের পিটুনিতে ১ জেলে নিহত হয়েছে

পিরোজপুর ভান্ডারিয়া জাল পাতা নিয়ে প্রতিপক্ষ জেলের পিটুনিতে ১ জেলে নিহত হয়েছে

পিরোজপুরের ভান্ডারিয়ার পোনা নদে চরগড়া জাল পাতা নিয়ে বিরোধে প্রতিপক্ষ জেলের পিটুনীতে রফিকুল হাওলাদার (২৩) নামে এক জেলে নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে আব্দুল মন্নান মুন্সী (৫৫) নামে প্রতিপক্ষ এ জেলে রফিকুলকে পিটিয়ে পোনা নদীবক্ষে ফেলে দিলে সে নিখোঁজ হয়। পরে এ ঘটনার চার ঘন্টা পর রাত দশটার দিকে বরিশাল ফায়ার সার্ভিস এর ডুবুরী দল পোনা নদী বক্ষে তল্লাশী চালিয়ে নিহত ওই জেলের লাশ উদ্ধার করে। নিহত জেলে রফিকুল হাওলাদার উপজেলার লক্ষিপুরা গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, নদীতে অবরোধ থাক্য়া স্থানীয় লক্ষিপুরা গ্রামের জেলে রফিকুল হাওলাদার ভান্ডারিয়া শহর সংলগ্ন পোনা নদে শুক্রবার সন্ধ্যায় চরগড়া জাল দিয়ে মাছ শিকারের চেষ্টা চালায়। এসময় একই গ্রামের আব্দুল খালেক মুন্সীর ছেলে জেলে আব্দুল মন্নান মুন্সী বাাঁধা দেন। এ নিয়ে দুই জেলের মধ্যে কথার কাটাকাটির এক পর্যায় আব্দুল মন্নান জেলে রফিকুলকে পিটিয়ে পোনা নদী বক্ষে ফেলে দেয়। এরপর রফিকুল নদী বক্ষে নিখোঁজ হলে স্থানীয়রা থানা ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরী দল অভিযান চালিয়ে নদীবক্ষ হতে নিহত জেলের লাশ উদ্ধার করে।
বরিশাল ফায়ার সার্ভিস এর স্টেশন কর্মকর্তা সরাফত আলী তুহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৮ জনের একটি ডুবুরী দল নদীতে অভিযান চালিয়ে নিখোঁজের চারঘন্টা পর রাত দশটার দিকে ওই জেলের লাশ উদ্ধার করে। নিহত জেলের লাশ ভা-ারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস.এম মাকসুদুর রহমান ঘটনা নিশ্চিত করে জানান, নিহত জেলের লাশের ময়নাতদন্তের পিরোজপুর মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতে বাবা মোতালেব হাওলাদারের বাদী হয়ে থানায় মামলা দায়েল করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019