অনলাইন ডেক্স বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাজেদুল ইসলাম নামে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোর ৪টার দিকে সিলেটের শাহ কিরন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের ধানমন্ডি জোনাল টিম। এ নিয়ে আবরার হত্যার ঘটনায় মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হলো।
মাজেদুল বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি। সে বুয়েটের এমএমই বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনারের (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আবরারকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার বুয়েট ছাত্রলীগের নেতা অমিত সাহা, আবরারের রুম থেকে তার সহপাঠী মিজানুর রহমান মিজান ও সাভার থেকে হোসেন মোহাম্মদ তোহাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.