১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক :: ঝিনাইদহের মহেশপুরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নবম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাথানগাছি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার সকালে ওই ছাত্রের বিরুদ্ধে মহেশপুর থানায় একটি ধর্ষণ মামলা করেছেন নির্যাতিত কিশোরীর বাবা।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রী তাদের নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় পার্শ্ববর্তী কালুহাটি গ্রামের নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্র তাকে জোরপূর্বক পাশের কলাবাগানে তুলে নিয়ে ধর্ষণ করে। মেয়েটি বাড়িতে এসে ঘটনাটি পরিবারকে জানায়। এ ঘটনায় শুক্রবার সকালে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
তিনি আরও জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।