২৩ এপ্রিল ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন, ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, বুধবার, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক :: ঝালকাঠির নলছিটিতে অজ্ঞাত এক যুবতীর (২০) মাথা কাঁটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বহরমপুর এলাকায় সুগন্ধা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, স্থানীয় এক যুবক নদীতে লাশটি ভাসতে দেখে ৯৯৯ ফোন করলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার জানান, ১০-১২ দিন আগে এই যুবতীর মাথা কেটে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার পায়ে একটি নুপুর রয়েছে।
লাশটি উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।