নলছিটি প্রতিনিধি ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদী তীরবর্তী বহরমপুর গ্রামের একটি সংযোগ খালে অজ্ঞাত পরিচয়ে এক তরুণীর মস্তক বিহীন গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সন্ধ্যায় বহরামপুর নামে ওই গ্রামের খালে ভাসমান এ মরদেহ উদ্ধার হয়।
নলছিটি থানার ওসি(তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, প্রথমে গ্রামবাসী মরদেহ দেখে পুলিশে খবর দেয়। মস্তক বিহীন অবস্থায় মরদেহটি পঁচা-গলা অবস্থায় পাওয়া গেছে। তার পায়ে একটি নূপুরের মত থাকায় নারী বলে প্রাথমিক ভাবে সনাক্ত করা হয়েছে। পরে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
বয়স আনুমানিক ১৮/২০ হতে পারে জানিয়ে ওসি হালিম বলেন, বেশ ক’দিন আগে হত্যা করে মরদেহ ভাসিয়ে দেয়া হয়েছে বলে ধারাণা করা হচ্ছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান, এ পুলিশ কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.