২৩ এপ্রিল ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন, ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, বুধবার, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেক্স দেশে ৯ থেকে ৩০ অক্টোবর (২২ দিন) ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, কেনা-বেচা, মজুদ ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ করণের সময় সীমার ঘণ্টাখানেক আগে মাছ বিক্রি করতে আসা ট্রাকে হামলা ও লুট করেছে উৎসুক জনতা। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (৮ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালী শহরের নিউমার্কেট বাজারে এ ঘটনা ঘটে।
দাম কম হওয়ায় সব বাজারে হয়েছে বেসামাল ভিড়। এর মধ্যেই মাছ বিক্রি করেছেন আড়ৎদার ও খুচরা বিক্রেতারা। এসময় মাছের ট্রাক আসলে সেখান থেকে মাছ লুট করে নিতে গেলে শোরগোল সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ট্রাক খালাস করে।
নিষেধাজ্ঞাকে ঘিরে আগের রাতেই বড় আকারের ইলিশের কেজিপ্রতি দাম নেমে এসেছে ৩০০টাকা ও ছোট আকারের ইলিশের দাম ১২০-১৫০ টাকায়। জেলার বৃহৎ মৎস্য বন্দর মহিপুর, কলাপাড়া, পটুয়াখালী নিউমার্কেটসহ বিভিন্ন উপজেলায় একই দাম।
এদিকে মঙ্গলবার রাত ১২টার দিকেও নিউমার্কেটসহ শহরের কয়েকটি মোড়ে ইলিশ বিক্রি করতে দেখা গেছে।